অন্যান্য

পাওনা বাঁশ চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৪

By মেহেরপুর নিউজ

May 09, 2015

মেহেরপুর নিউজ, ০৯ মে: মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে পাওনা বাঁশ চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৪ জন আহত হয়েছে।আহতরা হলো চাঁদবিল গ্রামের রমজান আলীর স্ত্রী সুফিয়া খাতুন, ছেলে শাহিন ও শাহিনের স্ত্রী শুকতারা এবং আমঝুপি গ্রামের আনার আলীর ছেলে মাসুম। এলাকাবাসীরা জানান, বছর খানেক আগে আমঝুপির মাসুম চাঁদবিলের শাহিনের সাথে একটি বাঁশ ধার নেয়। সেই বাঁশ চাইতে গেলে উভয় পক্ষের মধ্যে কথাকাটি হয়। পরে শনিবার সকালে মামুনের নেতৃত্বে তার দলবল নিয়ে চাঁদবিলে এসে শাহিনের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষে  ৪ জন আহত হয়।