এক ঝলক

পরোকীয়ার কারণে বন্ধুর হাতে সমাজসেবা অফিসের মাঠকর্মী খুন

By মেহেরপুর নিউজ

October 27, 2020

মেহেরপুর নিউজ:

পুলিশের হাতে আটক ফারুক হোসেন ওরফে বড় ফারুককে (৪৮) গ্রেফতারের পর বড় ফারুক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি তে এ কথা বলেছেন ।

রবিবার দিবাগত রাতে মেহেরপুর সদর থানা পুলিশ ঢাকা থেকে ফারুক কে আটক করে। ফারুক হোসেন মেহেরপুর শহরের তাঁতিপাড়ার আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তার নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল রবিবার মধ্যরাতে ঢাকার বনানী এলাকার একটি বাড়ি থেকে ফারুক হোসেনকে গ্রেফতার করে।

সোমবার বিকেলে তাকে মেহেরপুর আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী অপর সহযোগী তাঁতীপাড়ার কাছেদ আলীর ছেলে দাউদ  আলীকে আটক করে পুলিশ। মঙ্গলবার বিকালে পুলিশ দাউদ আলীকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে সদর থানার সামনে থেকে চা পান করে মশার কয়েল কিনে বাসায় ফেরার পথে শহরের থানাপাড়ায় (উত্তর) নিজ বাড়ির সামনে হামলার শিকার হন সমাজ সেবার মাঠকর্মীফারুক আহমেদ। ধারালো অস্ত্রের কোপে তাকে রক্তাক্ত জখম করা হয়। মুহুর্ষ অবস্থায় তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়।

জবানবন্দিতে আটক ফারুক জানান, দুই ফারুক বয়সে সিনিয়র-জুনিয়র হলেও তারা দু’জন বন্ধু ছিলেন। আসামি ফারুক ৭ থেকে ৮ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন যাপন করছিলেন। সে সূত্র ধরে তার স্ত্রীর সাথে নিহত ফারুকের প্রেমের সম্পর্ক তৈরি হয়। মাস চারেক আগে ফারুক দেশে ফিরে আসলে তাদের সম্পর্কের বিষয়টি বুঝতে পারে। পরে এ সম্পার্ক থেকে সরে যেতে বলে। সম্পর্ক থেকে সরে না যাওয়ায় ক্ষুব্ধ হয়ে সে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আদালতে স্বীকারোক্তী দেন। তবে এ হত্যাকাণ্ডে আরো কয়েকজন জড়িত আছে, তাদেরকেও আটকের চেষ্টা চলছে।