মেহেরপুর নিউজ, ১৫ এপ্রিল: মেহেরপুরে জৈবিক কৃষি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করেছে স্টেপ ফর সেফ ওয়াল্ড ( এসএসডব্লিউ) নামের একটি স্থানীয় সংগঠন। শুক্রবার সকালে এ সংগঠনের ব্যানারে মেহেরপুর সরকারী কলেজ ক্যাম্পাস চত্বরে কৃষি ও পরিবেশ ব্যবস্থাপনা শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে বসতবাড়িতে বিষমুক্ত সব্জি উৎপাদনের লক্ষ্যে অর্ধশত মানুষকে দেয়া হয় বিভিন্ন সব্জি বীজ এবং এর পরপরই পাখির অভয়ারণ্য গড়ার লক্ষ্যে গাছে বেঁধে দেয়া হয় বেশ কয়েকটি মাটির ঠিলি। তার ভিতর দেয়া খড়কুটো। যাতে পাখি তার বাসা তৈরি করে নিতে পারে। এস এস ডব্লিউ’র সভাপতি কৃষিবিদ শফিউর রহমান মিল্টনের সভাপতিত্বে কৃষি ও পরিবেশ ব্যবস্থাপনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের বীজ প্রত্যায়ন কর্মকর্তা ড. আক্তারুজ্জমান। বিশেষ অতিথি ছিলেন আর আর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহিনুর জামান পোলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা, সংগঠনের সহসভাপতি একেএম নাহিদ মঞ্জুরুল, সাধারণ সম্পাদক আব্দুল ওয়ালি রাজা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. আক্তারুজ্জমান বলেন, কৃত্রিমতার যাঁতাকলে পড়ে আমরা প্রকৃতিকে ধ্বংস করার মাধ্যমে নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি। আমরা পরিবেশকে সরাসরি নষ্ট করছি। আর পরিবেশ আমাদের অন্যভাবে মেরে ফেলছে। তিনি বলেন, গাছ আমাদের বেঁচে থাকার অক্সিজেন দেয়। ভ’গর্ভস্ত পানির স্তুর ঠিক রাখতে সহায়তা করে। তিনি বলেন, একটি বিষধর সাপও মানুষের জীবনরক্ষাকারী ঔষধ তৈরি করতে সহায়তা করে। তাই নিজেদেরকেই প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করতে হবে। এসএসডব্লিউ পাখির অভয়ারন্য ও বিষমুক্ত সব্জি উৎপাদনের জন্য পরিবেশ রক্ষার যে উদ্যোগ নিয়েছে তাদের সাধুবাদ জানায়। সংগঠনের মূল উদ্যোক্তা ও সভাপতি কৃষিবিদ শফিউর রহমান মিল্টন বলেন, জৈব কৃষি নিরাপত্তা নিশ্চিত করতে পাখির কোনো বিকল্প নাই। আমরা ফসলের ক্ষেতে পাখি বসে যাতে পোকা মাকড় খেতে পারে সেকারেণ সেখানে বিভিন্ন ডালপালা দিয়ে দিই। কিন্তু ওই এলাকায় যদি পাখি না থাকে তবে পাখি বসবে কোথায়। তাই আগে পাখির অভয়ারন্য করতে হবে। পাখিতে সুন্দর ভাবে বাঁচিয়ে রাখতে। আমরা সংগঠনের মাধ্যমে উদ্যেগ নিয়েছে জেলার প্রতিটি অঞ্চলে যেখানে গাছপালা রয়েছে সেখানেই পাখির অভয়ারণ্য সৃষ্টি করবো।