অন্যান্য

পরকীয়ার বলি হতে যাচ্ছে অভাগা স্বামী !

By মেহেরপুর নিউজ

February 27, 2015

মেহেরপুর নিউজ,২৭ ফেব্রুয়ারি: প্রেমিকের কথা শুনে স্বামীকে বিষপান করিয়ে হত্যার চেষ্টা করেছে সদর উপজেলার হরিরামপুর গ্রামের সাদ আহমেদের মেয়ে প্রাষানী স্ত্রী সাবিনা খাতুন। স্বামী পাশ্ববর্তী ঝাঁঝা গ্রামের মুস্তাকিমের ছেলে মিনারুল ইসলাম এখন মৃত্যুশয্যায় রাজশহাী মেডিকেল কলেজ হাসপাতালে । হৃদয় বিদারক এক ন্যাক্কার জনক প্রেমের উদাহরণ সৃষ্টি করে সমাজে সমালোচনা ও ঘৃনার পাত্রীতে পরিণত হয়েছেন সাবিনা খাতুন। অপরদিকে,সাবিনার প্রেমিক মনোহরপুর গ্রামের ইরফানের ছেলে সাইফুল এ ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জানা গেছে, পথের কাটা সড়াতে প্রেমিকের কথা শুনে বৃহস্পতিবার রাতে স্বামী মিনারুলকে সরবতের মধ্যে ঘাষ মারা বিষ পান করায় সাবিনা। এর কিছুক্ষন পর মিনারুল অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। পরে আজ সকালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিনারুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এ ঘটনায় সাবিনা খাতুন স্বামীকে বিষ খাওয়ানো কথা স্বীকার করেছেন।