বর্তমান পরিপ্রেক্ষিত

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য সহনশীল পর্যায় রাখতে মেহেরপুরে বিশেষ সভা

By মেহেরপুর নিউজ

March 04, 2025

মেহেরপুর নিউজ:

পবিত্র মাহে রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল পর্যায় রাখার লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসনের বিশেষ সভার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে বিশেষ সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে কোন ব্যবসায়ী মাহে রমজানকে সামনে রেখে যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি না করে তার জন্য সতর্ক করা হয়েছে। যদি কোন অসাধু ব্যবসায়ী পবিত্র রমজানকে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বেশি দামে বিক্রি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্য রমজানের পবিত্রতা রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।