নড়াইল প্রতিনিধি:
মানব পাচার, বাল্যবিয়ে এই প্রসঙ্গে নড়াইলে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে সেমিনারের আয়োজন করা হয়।
রাইটস যশোরের তত্বাবাধনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কমৃকর্তা সালমা সেলিমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন সদর উপজেলার কমিশনার (ভূমি) কৃষ্ণা সেন, সদর থানার ওসি (অপারেশন) সুকান্ত সাহা, মুলিয়া ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, এ্যাড. রমা রায়, রাইটস যশোর এর প্রোগাম ম্যানেজার আজহার উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বা*ল্য বিবাহ বন্ধে পরিবারের সচেনতা এবং সামাজিক নিরাপত্তার বিষয়ের উপর জোর দেন। অনুষ্ঠান শেষে বাল্য বিয়ে থেকে মুক্ত দুইজন কিশোরীকে লেখাপড়া চালানোর জন্য ২২ হাজার টাকা করে উপহার প্রদান করা হয়।