নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে সদর উপজেলা পর্যায়ের অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ-২০২০ এর আওতায় কৃষক এ্যাপের মাধ্যমে ২য় ধাপের কৃষক নির্বাচন লটারি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস রুমে সদর উপজেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগ নড়াইলের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম।
সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, জেলা খাদ্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, সংসদ সদস্যের প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। আজ সোমবার ২য় ধাপে ৯৬৭ মেট্রিক টন ধানের জন্য ৫৯০০ কৃষকের মধ্য থেকে লটারির মাধমে ৭৩৮ জন কৃষক নির্বাচিত করা হয়।