বর্তমান পরিপ্রেক্ষিত

ন্যাশনাল ডক্টরস ফোরাম মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 13, 2025

মেহেরপুর নিউজঃ

ন্যাশনাল ডক্টরস ফোরাম মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার মেহেরপুর শহরের স্থানীয় একটি হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ডক্টরস ফোরাম মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির মাওলানা তাজ উদ্দিন খান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ, মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, পৌর জামায়েত ইসলামীর সেক্রেটারি সোহেল রানা ডলার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইবনে সিনা ফার্মাসিটিক্যালসের ব্যবস্থাপক তারিকুল ইসলাম, ন্যাশনাল ডক্টরস ফোরামের কোষাধক্ষ ডা.নাজমুল আরেফিন, সাংগঠনিক সম্পাদক ডা. মাহফুজুর জামান খান রতন। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।