টপ নিউজ

ন্যায্যমূল্যে টিসিবির পণ্য ক্রয় করতে গিয়ে মাটিতে ঘুমিয়ে পড়লেন এক মহিলা

By মেহেরপুর নিউজ

April 09, 2022

মেহেরপুর নিউজ :

কার্ড না পেয়েও ভোটার আইডি কার্ড হাতে নিয়ে সরকার প্রদত্ত ন্যায্যমূল্যে টিসিবির পণ্য ক্রয় করতে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ক্লান্ত হয়ে অবশেষে মাটিতে ঘুমিয়ে পড়লেন উত্তর শালিকা গ্রামের এই মহিলা।

তার পাশে রয়েছেন আরো কয়েকজন। অপেক্ষা যদি শেষ বিকেলে কাঠ ধারী কোন ব্যক্তি না আসেন হয়তোবা ভোটার আইডি কার্ড দেখিয়ে টিসিবির পণ্য ক্রয় করতে পারবেন। ভাগ্য অবশ্য তাদের সহায় ছিল।

উত্তর শালিকা গ্রামে ৮শ জনকে কার্ড দেওয়া হয়েছিল ন্যায্যমূল্যে টিসিবির পণ্য ক্রয়ের জন্য। শেষ পর্যন্ত ৬১৪ জন কার্ড দেখিয়ে তাদের পণ্য ক্রয় করেন। পড়ন্ত বিকেলে শেষ পর্যন্ত ১৮৬ ভোটার আইডি কার্ড দেখিয়ে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য কিনতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। টিসিবির পণ্য বিক্রয় কেন্দ্র দায়িত্ব পালনকারী নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান উত্তর শালিকায় টিসিবির পণ্য বিক্রি শুরু হওয়ার পর থেকেই অনেক প্রভাবশালী ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে কার্ড দেখিয়ে টিসিবির পণ্য ক্রয় করেছেন। নিয়ম অনুযায়ী ওই সমস্ত ব্যক্তি কার্ড পাওয়ার কথা নয়। তারপরও কিভাবে কার্ড বিতরণ হয়েছে জানিনা।

অথচ যাদের প্রকৃত অর্থে কার্ড পাওয়ার কথা ছিল সকাল থেকে দীর্ঘক্ষন অপেক্ষা করে অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। শেষ পর্যন্ত ১৮৬ জন কার্ডধারী অনুপস্থিত থাকায় ক্লান্ত হয়ে পড়া গরীব অসহায় ব্যক্তিরা আইডি কার্ড দেখিয়ে টিসিবির পণ্য ক্রয় করে বাড়ি ফেরেন।