নির্বাচন

নৌকার পা‌লে হাওয়া দিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

By মেহেরপুর নিউজ

June 13, 2022

মেহেরপুর নিউজ:

পৌরসভা নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় মুখর মেহেরপুর পৌর এলাকা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে অলিগলি। নির্বাচনী এলাকায় দিনভর প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নিজেদের পক্ষে ভোট চেয়ে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রতি। তবে নাগরিকদের ভাবনা, যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা।

মেহেরপুর পৌরসভায় মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী  মাহফুজুর রহমান রিটন । সোমবার সকালের দিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মঈনুল হোসেন খাঁন নিখিল বড় বাজার এলাকা থেকে শুরু পৌর এলাকার বি‌ভিন্ন স্থা‌নে গণসং‌যোগ কর‌ছেন। প্রচন্ড গরম উপেক্ষা করে আলহাজ্ব মোঃ মঈনুল হোসেন খাঁন নিখিল মানুষের দ্বারে দ্বারে যান এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান রিটনকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, সরফরাজ হোসেন মৃদুল সহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ  সেখানে উপস্থিত ছিলেন।