মেহেরপুর নিউজ,০৭ নভেম্বর:
নেশাগ্রস্থ সন্তানের অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে রিংকু আহমেদ (২০) নামের এক নেশাগ্রস্থ যুবককে পুলিশের হাতে তুলে দিলেন হতভাগা মা। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
শনিবার সকাল ১১ টার দিকে মেহেরপুর শহরের হালদার পাড়ার আইয়ুব আলীর স্ত্রী সুফিয়া খাতুন তার সন্তানকে পুলিশের হাতে তুলে দেন। এ সময় সদর থানার (সহকারী উপপরিদর্শক) এএসআই অর্জুন সাহা তাকে থানা হেফাজতে নেয়।
সুফিয়া খাতুন বলেন, তার সন্তান রিংকু আহমেদ একটি ট্রাকে হেলপারের (চালকের সহকারী) হিসেবে কাজ করে। অভাবের সংসার হলেও সেখান থেকে যা আয় করে তার সবটুকু দিয়ে সে নেশার জন্য খরচ করে। এর পরেও বাড়ি থেকে সে মাঝে মাঝে আরো টাকা চাই। ঘটনার দিন (শনিবার) সকালে নেশার জন্য বাড়ি থেকে টাকা চাইলে তাকে না দেয়ায় তার ছোট বোনকে মারধর শুরু করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে তিনি থানায় খবর দিয়ে সন্তানকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হয়েছেন বলেন তিনি জানান। তিনি আরো বলেন, জেলখানায় থেকে যদি সে নেশা ছাড়তে পারে এ আশাতেই তাকে পুলিশের হাতে তুলে দেয়া হলো।
এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, পুলিশের হাতে তুলে দেয়া ওই মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে প্রেরণ করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজেষ্ট্রট মোহাম্মদ নুর এ আলম তাকে ২ মাসের জেল দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।