কবিতা

নীরব কান্না

By মেহেরপুর নিউজ

April 24, 2019

এম. সোহেল রানা

স্বচ্ছ সু-নীল আকাশটা,

চাইনা কেহ দেখতে আকাশের বুকে চন্দ্র-তারার,

মেলা না বসলে।

তিমির রাত্রির কথা কখনো,

বুঝতে কেহ চাইনা রাতের বুকে জ্যোৎস্না ভেলায়,

জোনাকি না জ্বললে।।

আকাশের কষ্ট কেউ তো,

কভূ জানতে চাইনা কত না কষ্টে মেঘ হয়ে,

জমে আকাশের বুকে।

আকাশ ও মাটির মিলনে,

কান্নার ব্যাকুলতায় বৃষ্টি হয়ে মেঘ ঝরে জমিনে,

কত নিবিড় সুখে ।।

একাকিত্ব পাহাড়ের নীরব,

আহাজারি সর্বদায় অঝরে কান্না পাহাড়ের,

ঝরনাতে প্রকাশ পায়।

মেঘ পাহাড় দিবা-রাত্রিকে,

কাঁদতে দেখেছি আমি অশীম আকাশের উদারচিত্ত,

শিক্ষা দেয় অন্তর্যামী।

রাতের নীরব কান্নাগুলো,

কেউ না ওগো শোনে দিবা রাত্রির মিলনের গল্প,

যায় যে প্রহর গোনে।

আকাশ-মাটি দিবা-রাত্রির,

ভালোবাসা বন্ধনে কেউ তো আসেনা তাদের,

নীরব কান্না শুনে।।