মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভা সহ সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ-বিজেপি র্যাবের যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালের দিকে এ মহড়া অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এর নেতৃত্বে মহড়াটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে মেহেরপুর পৌরসভা সহ সদর উপজেলার শ্যামপুর, আমঝুপি, বাড়াদী এবং পিরোজপুর ইউনিয়নের প্রতিটি এলাকা প্রদক্ষিণ করে। মহড়ায় নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ বিজিবি ও র্যাবের সদস্যরা অংশগ্রহণ করেন।