মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার শেষ দিনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
শুক্রবার বিকালে উজলপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে ইদ্রিস আলীর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে কুতুবপুর ইউনিয়নের তেরোঘডরিয়া, শোলমারী, শুভরাজপুর, কুতুবপুর, রামদাসপুর, চাঁদপুর, হিতিমপাড়া, কুলবাড়িয়া, কালীগাংনী , উত্তর শালিকা, সুবিদপুর হয়ে উজলপুরে এসে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইদ্রিস আলী, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবুল আক্তার প্রমুখ। এদিকে মোটরসাইকেল শোভাযাত্রায় বিপুল পরিমাণ মানুষ মোটরসাইকেল, আলগামন, নসিমন-করিমন ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে অংশগ্রহণ করেন।