শংকামুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাস করতে ও পরীক্ষা দিতে চাই এই শ্লোগানে সহিংসতার প্রতিবাদে মেহেরপুরে সরকারী মহিলা কলেজের উদ্যোগে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। শনিবারে বেলা ১১ টার দিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আশরাফুল আলমের নেতৃত্বে মানবন্ধনে অন্যান্যদের মধ্যে প্রভাষক ড. গাজী রহমান ,নুরুল আহমেদ, বিলকিস আক্তার সিদ্দিকা, আব্দুর রাজ্জাক, আফতাব আলী, আব্দুর রহিম, মিরাজ আলী, রোজী উদ্দিন, রাশেদুল হক, হাসানুজ্জামান, মনিরুল ইসলাম, মৌসুমী আক্তার , রেহেনা পারভিন, আতিয়ার রহমান, সেলিনা পারভিন সহ ছাত্রী ও কর্মচারীরা অংশ নেন।
মেহেরপুর সরকারী কলেজের মানববন্ধন
অপরদিকে, একই দাবিতে মেহেরপুর সরকারী কলেজের উদ্যোগে সরকারী কলেজের সামনের সড়কে মানববন্ধন করা হয়। সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের নেতৃত্বে মানবন্ধনে অন্যান্যদের মধ্যে সহযোগী অধ্যাপত আবদুল্লাহ আল মামুন, খেজমত আলী মালিথা, কাউসার আলী,গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনসহ কলেজের শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।
শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন
শঙ্কামুক্ত সুন্দর জীবন চাই,নিরাপদ ক্লাস করতে ও পরীক্ষা দিতে চাই ও শিক্ষা ধংশকারী সহিংশতা বন্ধ করার আহবান জানিয়ে গাংনীতে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে ডিগ্রী ও মহিলা কলেজের উদ্দ্যেগে গাংনী ডিগ্রী কলেজ চত্তর ও মহিলা কলেজ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোরশেদ আলম,উপাধক্ষ্য নাসির উদ্দীন,প্রভাষক রমজান আলী,দিলরুবা খানম,মহিবুর রহমান মিন্টু,মনোয়ার হোসেন প্রমুখ। অপরদিকে ডিগ্রিী কলেজ চত্তরে গাংনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম,অধ্যাপক রিজভী আহমেদ,জিয়াউল আহসান,এনামুল আজম,নুরুল ইসলাম,মামুনুর রশিদ,কুলসুম আক্তার,সাহানা মাহম্দুা,গাংনী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রতন,পৌর ছাত্রলীগের সভাপতি মানিক আহমেদ,সাধারন সম্পাদক ইমরান হাবিব,ছাত্রলীগ নেতা নাজমুল হক সহ কলেজের ছাত্রছাত্রী ও অন্যন্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।