এসআই বাবু, বারাদীঃ
মেহেরপুর সদরের এগারো টি ইউনিয়নের একশ সাতাশটি গ্রামে জেলা বিএনপি’র চলমান কর্মসূচীর অংশ হিসেবে বারাদী ইউনিয়নের নতুন দরবেশপুরে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নতুন দরবেশপুর গ্রামের মাদ্রাসা পাড়ায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সহঃ সভাপতি অলি মহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরজুল্লাহ রহমান বাবলু মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহঃ সভাপতি আব্দুল হামিদ লিপন মোল্লা, থানা যুবদলের সভাপতি লিয়াকত আলী মেম্বার, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান, বিএনপি নেতা সেলিম মোল্লা।
মাসুদ অরুন তার বক্তব্যে বলেন, দেশের চলমান পরিস্থিতিতে নিজেদের মধ্যে দলাদলি কোন্দল বাদ দিয়ে ঐক্যবদ্ধ থাকুন। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। সব খবর আমার কাছে আছে, যারা দলাদলি সৃষ্টি করছেন তাদের তালিকা করা হচ্ছে। যারা সাধারণ মানুষ গরীব মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ তারা সবাই আমাদের। যারা আমাদের নির্যাতন করেছে নিপীড়ন চালিয়েছে বিএনপিতে তাদের আশ্রয় হবে না।
পরে ইউনিয়নের সিংহাটি গ্রামে ও বারাদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কর্মী সভায় অংশ নেন মাসুদ অরুন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আলিহিম মেম্বার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ন কবির, শ্রমিক নেতা শফিকুল আযম, আফারুল ইসলাম ডাবলু, স্বজন মোল্লা, লাল মহাম্মদ, শফি, মকলেছুর রহমান, জাহাঙ্গীর আলমসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।