বিশ্বকাপ

নিজেদের প্রথম ম্যাচে পারলো না পাকিস্তান

By মেহেরপুর নিউজ

May 31, 2019

স্পোর্টস ডেস্ক, ৩১ মে: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় হার দেখলো পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে ২১ ওভার ৪ বল খেলে মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। মামুলি টার্গেট পেরোতে ক্যারিবীয়দের ওভার লেগেছে মাত্র ১৩ ওভার ৪ বল।

শুরু থেকেই ক্যারিবিয় পেসারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। ওপেনিং জুটি ভাঙে সতেরো রানে। শেলডন কটরেলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন উমাম উল হক। ফাখার আর বাবর দুজনই করেন ২২ রান। এরপর দাঁড়াতে পারেননি কেউই। গতির সাথে বাউন্সারের মিশেলে পাকিস্তানিদের ধসিয়ে দিয়েছেন রাসেল, থমাস, হোল্ডাররা। ওশান থমাসের ৪ আর জেসন হোল্ডারের ৩ শিকারের ১০৫ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান।