বর্তমান পরিপ্রেক্ষিত

নিখােঁজ সংবাদ

By মেহেরপুর নিউজ

December 29, 2024

গাংনী প্রতিনিধি :

জয়নাল আবেদীন (২৫) নামের এক সৌদি (প্রবাস) ফেরত যুবক নিখােঁজ হয়েছেন। সে মেহেরপুর জেলার গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের গােপালনগর গ্রামের চাতুরীপাড়ার মৃত জাহাঙ্গীর হােসেনের ছেলে।

পারিবারিক সূত্র জানায়,জয়নাল আবেদীন গত শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া শহরে পােষাক কিনতে ও ভেড়ামারা এলাকায় যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। তার ব্যবহৃত মােবাইলফােনটি বন্ধ রয়েছে। এ বিষযে গাংনী থানার একটি জিডি করা হয়েছে। যার নং-১২৬৫,তারিখ-২৯/১২/২০২৪ ইং।

পারিবারিক সূত্র আরাে জানায়,জয়নাল আবেদীন গত ৩ বছর যাবত কর্মের কারণে সৌদি আরবে ছিলেন। তিনি ৩ মাসের ছুটিতে দেশে এসেছিলেন। আর মাত্র ৫দিন পর তিনি আবারাে সৌদি আরবে যাওয়ার কথা ছিল।