ডেস্ক রিপোর্ট, ২১ মার্চ:
ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরতে নিউজিল্যান্ডের রাষ্ট্রীয় গণমাধ্যমে শুক্রবার আজান প্রচার করা হবে।
শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম টিভি নিউজিল্যান্ড ও রেডিও নিউজিল্যান্ডে জুমার নামাজ প্রচার করা হবে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বুধবার এ ঘোষণা দিয়েছেন। খবর জিও নিউজের
নিহতদের স্মরণে শুক্রবার সারা দেশে দুই মিনিট নিরবতাও পালন করা হবে বলে জানিয়েছেন আরডার্ন।
এছাড়া মসজিদে নিহতদের স্মরণে ক্রাইস্টচার্চে একটি স্মারকফলক করার পরিকল্পনাও করছে নিউজিল্যান্ড সরকার।
উল্লেখ্য, গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় মারা যান ৫০ জন। নিহতের মধ্যে পাঁচজন বাংলাদেশি।