মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জানুয়ারি:
নাশকতার আশংকায় জেলার বিভিন্ন এলাকা থেকে ১৭ বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশ ৮জন, গাংনী থানা পুলিশ ৬ জন এবং মজিবনগর থানা পুলিশ আরো ৩ জনকে আটক করেছে। মঙ্গলবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অপরদিকে, সকালে ২০ দলীয় নেতাকর্মীরা শহরের বিক্ষোভ মিছিল শুরু করলে কিছুদুর যেয়ে পুলিশের বাধায় তা পন্ড হয়ে যায়।
আটকৃতরা হলো, মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামের জান মোহাম্মদ এর ছেলে মেহেদী হাসান (৪৫), আব্দুল জলিলের ছেলে মোমিনুল হক (৪০), রাজনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে রুহুল আমিন (৪০), শুকুর আলীর ছেলে আব্দুল জব্বার (৩৫), হারুনের ছেলে সাহাবুদ্দিন (৩৫), আব্দুর রহিমের ছেলে মজিবর (৪০), জাদু মন্ডলের ছেলে জামাল হোসেন (৩৫), আওরাজের ছেলে বকুল শেখ (৩৫)। গাংণী থানার বামুন্দি গ্রামের মুনছারের ছেলে আনছারুল (৩০), রকবুলের ছেলে মতিয়ার (২৭), নওদাপারা গ্রামের মৃত নজিরের ছেলে মিরাজ খান (৫০), শামসুদ্দিনের ছেলে একরামুল (৪৮), সাহেব নগর গ্রামের নিজামুদ্দিনের ছেলে শাহাবুদ্দিন (৫০), বদরের ছেলে রেজাউল (৪৮), মুজিবনগর থানার কোমরপুর গ্রামের শওকত মন্ডলের ছেলে (৪২) বিশ্বনাথপুর গ্রামের সোলেমানের ছেলে শাহাবুদ্দিন (৪০) এবং ভগিরাবপুর গ্রমের ইসলমের ছেলে লিখন(৩২)।
মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, অবরোধে নাশকতার আশংকায় বিএনপি কর্মীদের আটক করা হয়েছে।
এদিকে, অবরোধের ৯ম দিনে মেহেরপুর শহরে সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ে থেকে একটি মিছিল বর করে কাসারী পাড়ায় পৌছালে পুলিশের বাধায় শেষ পর্যন্ত পন্ড হয়ে যায়। মিছিলে অন্যান্যদের মধ্যে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেয়।