মেহেরপুর নিউজ:
নানা রকম তোঁপের মুখে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতাদের মত বিনিময় সভা সংক্ষিপ্ত আকারে শেষ হয়েছে।
শনিবার দুপুরের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাক্তন নেতাদের উদ্যোগে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রাক্তন ছাত্রদের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। সকাল দশটার পর থেকে মেহেরপুর শহরসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রদলের প্রতিষ্ঠাতা কালীন সময়ের কার ছাত্রদল নেতা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি, জিএসসহ বিভিন্ন সময়কার নেতৃবৃন্দ এসে উপস্থিত হন। অনুষ্ঠান শুরুর প্রাক্কালে কখনো ব্যানার নাম লেখা নিয়ে। কখনো চিঠি দেওয়াসহ বিভিন্ন কারণে নানামুখী তোপের মুখে পড়তে হয় আয়োজকদের। এক পর্যায়ে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা এবং দলীর পতাকা উত্তোলনের পর শেষ পর্যন্ত মেহেরপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি হাফিজুর রহমান হাফির সভাপতিত্বে মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ আব্দুল্লাহকে প্রধান অতিথি করে প্রাক্তন নেতাদের মঞ্চে ডাকা শুরু হয়। এ সময়ও বিভিন্ন ধরনের তোপের মুখে পড়তে হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের পর গাংনী উপজেলা সাবেক ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান খোকন স্বাগত বক্তব্য দেয়ার পর সভার সভাপতি হাফিজুর রহমান হাফি সভা শেষ করার জন্য মাইকে ওঠেন। এ সময় মেহেরপুর সরকারি কলেজের সাবেক দুই ভিপি মোঃ আব্দুল্লাহ এবং আতাউল হক আন্টু বক্তব্য দিতে চান।
আতাউল হক আন্টু বক্তব্য দেওয়ার পরপরই হাফিজুর রহমান হাফি মাইক নিয়ে সভা সমাপ্ত ঘোষণা করেন। এরপর পরে মোহাম্মদ আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে শুরু করার পর মাইক বন্ধ করে দেওয়া হয়। এরপরও তিনি মাইক ছাড়া কিছুক্ষণ বক্তব্য দেন। এর আগে মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি কাজী আজিজুল ইসলাম টোকন মৃত সাবেক নেতৃবৃন্দের সম্মানে এক মিনিট নীরবতা পালন করার ঘোষণা দেন। মেহেরপুর জেলা ছাত্রদলের প্রাক্তন ছাত্রনেত্রীবৃন্দের উদ্যোগে চমৎকার একটি উৎসবের আয়োজন করা হলেও শেষ পর্যন্ত তা নানামুখী তোপের কারণে স্বল্প পরিসরে শেষ করা হয়। অনুষ্ঠানে আশির দশক থেকে শুরু করে ছাত্রদলের অনেক নেতৃবৃন্দই উপস্থিত ছিলেন।