মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেছেন, আপনারা যারা গ্রাম পুলিশের দায়িত্ব পালন করছেন, তারা সাধারণ মানুষের খুব কাছ থেকে সেবা করার সুযোগ পেয়ে থাকেন। তিনি বলেন, দেশের উন্নয়নের লক্ষ্যে সকল কাজের সঙ্গে যুক্ত এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেহেরপুর সদর উপজেলার গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় কালে একথা বলেন। মতবিনিময় সভায় মেহেরপুর সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ অংশগ্রহণ করেন।