মেহেরপুর নিউজঃ
নতুন বছরের প্রথম মাসে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে ১৪ জনের অপমৃত্যু হয়েছে। এর মধ্যে খুন হয়েছে ১ জন, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ জন। আত্মহত্যা করেছে ৩ জন। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপমৃত্যুকারীদের মধ্যে ৩ জন মহিলা রয়েছেন।
২০২৫ সালের প্রথম দিনেই মেহেরপুর-২৫০ শ্যযা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন নূর মোহাম্মদ নামের এক ব্যক্তি। নূর মোহাম্মদ চুয়াডাঙ্গার বাসিন্দা হলেও সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তাকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে বছরের প্রথম দিনে তার মৃত্যু হয়। ২ জানুয়ারি মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আলমগীর হোসেন নামের এক যুবককে কুপিয়া হত্যা করা হয়, জানুয়ারি মাসের ৪ তারিখে মেহেরপুর সদর উপজেলার হিতিমপাড়া গ্রামে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়, ৫ জানুয়ারি তারিখে মেহেরপুর জেলা প্রশাসনের অফিস সহকারি গাংনী উপজেলা গাড়াডোব গ্রামের এসএম আসাদুল সড়ক দুর্ঘটনায় আহত থাকার প্রায় ১২ দিন পর মৃত্যুবরণ করেন, ৮ জানুয়ারি গাংনীর আকবপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সিয়াম, আব্দুল্লাহ আল বাকী এবং শিপন নামের ৩ জন যুবকের মৃত্যু হয়, ১২ জানুয়ারি মেহেরপুর সদর উপজেলা নিশ্চিন্তপুর গ্রামে জবেদ আলী নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুই দিন তিনি নিখোঁজ ছিলেন, ২২ জানুয়ারি মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামের ফুলজান নামের ১ মহিলা সড়ক দুর্ঘটনায় নিহত হন, ২৭ জানুয়ারি মেহেরপুর কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি নামক স্থানে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় তাইসুজ্জামান নামের এক শিশুর মৃত্যু হয়। তাইসুজ্জামান মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার বাসিন্দা। ২৭ জানুয়ারি মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের মোন হাফেজ সড়ক দুর্ঘটনায় নিহত হন। এছাড়া জানুয়ারি মাসে মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামের ৩ জন বিষপান ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
এর মধ্যে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের একজন পুরুষ একজন মহিলা এবং মুজিবনগর উপজেলার এক মহিলা আত্মহত্যা করেন।