মেহেরপুর নিউজ:
নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পটকা ও আতশবাজি ফুটিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে মেহেরপুরের মানুষ। বুধবার রাত ১২টা ১ মিনিটের সময় মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় পটকাও আতশবাজি ফোটানো হয়।
এছাড়াও বছরের শেষ দিনের সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় উঠতি বয়সের যুবক-যুবতিরা পিকনিকের আয়োজন করে। এদিকে ২০২৫ সালকে বরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে মেহেরপুর বি এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে।
বুধবার সকালে বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিশুরা সমবেত হয়। এ সময় তারুণ্যের উৎসব ও নববর্ষ পালন উপলক্ষে বেলুন হাতে নিয়ে উৎসবে মেতে ওঠে। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন এর উদ্যোগে শিক্ষার্থীরাতে বর্ণিল বেলুন তুলে দেয়া হয়।