মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার নুতন দরবেশপুর গ্ৰামে চার শতাধিক মানুষকে নতুন পাঞ্জাবি প্রদান করা হয়েছে। নতুন দরবেশপুর খন্দকার পাড়ার প্রবাসী কমিউনিটির সহযোগিতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঞ্জাবি প্রদান করা হয়।
খন্দকার পাড়ার প্রবাসী কমিউনিটির আহব্বায়ক খন্দকার আরিফুল ইসলাম আরিফ এর নেতৃত্বে ঈদের উৎসবকে আরো উৎসবমুখর পরিণত করার জন্য তারা তাদের পাড়ার প্রত্যেকটা ছোট বড় বয়স্ক ছেলে, পুরুষদের জন্য ৪০০ পাঞ্জাবি উপহার প্রদান করেন। এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩দিন ব্যাপি বিভিন্ন ধরনের খেলা ধুলা সহ ২০০ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে।
আহ্বায়ক তার বক্তব্যে বলেন, আগামীতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। একই সাথে সহযোগিতার জন্য প্রাবাসি কমিউনিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং সব ধরনের কাজে তাদেরকে সহযোগিতার জন্য আহ্বান করেন।