অন্যান্য

ধানী জমিতে বিষ প্রয়োগ করায় ২৫ হাঁসের মৃত্যু

By মেহেরপুর নিউজ

March 18, 2015

মেহেরপুর নিউজ,১৮ মার্চ: মেহেরপুর সদর উপজেলার বৈকুন্ঠপুর গ্রামে ধানী জমিতে বিষ প্রয়োগ করায় আশেপাশের বাড়িঘরের ২৫টি হাঁস মারা গেছে এমন অভিযোগ করেছে হাঁস মালিকরা। ভুক্তভোগীরা জানান, সদর উপজেলার বৈকুন্ঠ পুর গ্রামের ফরিদ হোসেন তার ধানী জমিতে মঙ্গলবার বিষ প্রয়োগ করে। এতে আশেপাশের সাইদ হোসেন, আব্দুল মান্নান ও আরজ আলীর ২৫টি হাঁস সেই বিষ খেয়ে বুধবার সকালে মারা যায়।