নির্বাচন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

By মেহেরপুর নিউজ

December 17, 2023

মেহেরপুর নিউজ:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকির পার্টি মনোনীত মেহেরপুরে-১ আসনের প্রার্থী মোঃ সাইদুল আলম এবং মেহেরপুর-২ (গাংনী) আসনের প্রার্থী মোহাঃ সামসুদ্দোহা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মেহেরপুরে-১ আসনের প্রার্থী মোঃ সাইদুল আলম এবং মেহেরপুর-২ (গাংনী) আসনের প্রার্থী মোহাঃ সামসুদ্দোহা জেলা রিটারিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। পার্টির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন বলে তারা জানিয়েছেন।