মেহেরপুর নিউজ:
রবিবার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে ৫৩.১৭% ভাগ এবং মেহেরপুর-২ আসনে ৫০.১৭% ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পর নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
জানাগাছে মেহেরপুর-১ ( সদর ও মুজিবনগর) মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩৭ জন। এরমধ্যে ১ লক্ষ ৫৯ হাজার ৫৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৪ হাজার ৫৯৬ টি ভোট বাতিল হয়ে যায়।
মোট বৈধ ভোটের সংখ্যা এক লক্ষ ৫৪ হাজার ৯৪৫ টি। যার শতকরা হার ৫৩.১৭%।
এদিকে একই দিন অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ আসনে ৫০.১৭% ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জানা গেছে। জানাগাছে মেহেরপুর-২ ( গাংনী) মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৫ হাজার ৯২৯ জন। এরমধ্যে ১ লক্ষ ২৮ হাজার ৪১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৪ হাজার ৪১২৮ টি ভোট বাতিল হয়ে যায়। মোট বৈধ ভোটের সংখ্যা ১লক্ষ ২৪ হাজার ২৮৩ টি। যার শতকরা হার ৫০.১৭%।