নির্বাচন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ

By মেহেরপুর নিউজ

January 05, 2024

মেহেরপুর নিউজ:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এখন চলছে পোলিং এজেন্টের দায়িত্ব বন্টন। মেহেরপুর-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে পোলিং এজেন্টরা মেহেরপুর-১ আসনের ১১৭ এবং মেহেরপুর-২ আসনে ৯০ টি কেন্দ্রে সকল বুথের জন্য পোলিং এজেন্টদের কাগজপত্র তৈরির জন্য ব্যস্ত সময় পার করছেন।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে মেহেরপুর-১ আসনে (মেহেরপুর সদর ও মুজিবনগর) ১১৭ টি এবং গাংনী উপজেলায় ৯০ টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৮৭ টি কেন্দ্র, মুজিবনগর উপজেলা ৩০টি কেন্দ্র এবং গাংনী উপজেলা ৯০ টি কেন্দ্র রয়েছে। মেহেরপুরের দুটি আসনে ২০৭ টি কেন্দ্রে ১ হাজার ২৯৮ টি বুথে ভোটগ্রহণ চলবে। মোট বুথের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৮৭ কেন্দ্রে ৫০৬ টি বুথ। মুজিবনগরে ৩০ কেন্দ্রে ১৯৫ টি বুথ এবং গাংনী উপজেলায় ৯০ কেন্দ্রে ৫৯৭ টি বুথে ভোট নেওয়া হবে।