মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ নভেম্বর:
মেহেরপুরের বিশিষ্ট সাংবাদিক মেহেরপুর প্রেস ক্লাবের সদস্য দৈনিক ইনকিলাব পত্রিকার মেহেরপুর জেলা সংবাদদাতা আব্দুল মান্নান লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ বুধবার রাত পৌনে ৮ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না—-রাজেউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে সহ অনেক গুনাগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ৯ টায় স্থানীয় শহীদ সামসুজ্জোহা উদ্যানে এ জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সাংবাদিক আব্দুল মান্নান বেশ কিছুদিন যাবত উচ্চ রক্তচাপ ও পরে লিভার ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য তিনি ভারত-বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন।
আব্দুল মান্নান ছাত্র জীবনে মেহেরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তিনি ৮০ দশকে সাংবাদিক পেশায় নিয়োজিত হন। সাংবাদিক জীবনে তিনি দৈনিক রানার, দৈনিক পত্রিকা, দৈনিক দেশ, দৈনিক স্ফুলিঙ্গ, দৈনিক সংবাদ, দৈনিক খবর এবং জীবনের শেষ দিন পর্যন্ত দৈনিক ইনকিলাব’র মেহেরপুর জেলা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন
।তার এ অকাল মৃত্যুতে মেহেরপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক শোকাহত। শোকশপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন,মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন, মেহেরপুরের জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান, মাসুদ অরুন, পৌর মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু,
মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি আলামিন হোসেন,সাধারন সম্পাদক পলাশ খন্দকার সহ জেলায় কর্মরত সকল সাংবাদিক এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ।