অন্যান্য

দেশে আই এস আছে কিনা জানা নেই, তবে ঝুঁকি আছে – — — ড. বদিউল আলম মজুমদার

By মেহেরপুর নিউজ

October 11, 2015

মেহেরপুর নিউজ,১১ অক্টোবর: কণ্যাশিশু দিবসের প্রবর্তক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশে আই এস আছে কিনা তার সঠিক তথ্য তিনি জানেন না। তবে দেশ ঝুকির মধ্যে আছে এবং দেশে জঙ্গীবাদের অস্তিত্ব আছে বলে তিনি মনে করেণ। রবিবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আন্তজার্তিক কণ্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত “ছবিমেলা” অনুষ্ঠানে গনস্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। দি হাঙ্গার প্রজেক্ট গাংনী শাখার উদ্যোগে আয়োজিত “ছবিমেমলা” অনুষ্ঠানের আলোচনা সভায় ভলেন্টিয়ার প্রশিক্ষক সিরাজুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ও সুজনের সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন গাংনীর সহকারী কমিশনার ভ’মি রাহাত মান্নান, জাতীয় কণ্যাশিশু এ্যাডভোকেসীর কান্ট্রি ডিরেক্টর মাবুদ হাসান,

গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু, নারী নেত্রী নুরজাহান বেগম, দি হাঙ্গার প্রজেক্ট গাংনী শাখার সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান অল্ডাম, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী। আলোচনা শেষে দিনব্যাপী বাল্য বিবাহ ও তার কুফল শীর্ষক সঙ্গীত ও নাটিকা পরিবেশন করে অংশগ্রহণকারী বিভিণœ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে গাংনী উপজেলার ৪৯টি মাধ্যমিক বিদ্যালয়ের ১হাজার ৩’শ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। তারা এ সময় বাল্যবিবাহ করবে না বলে শপথ নেয়। তাদের পাশাপাশি অভিভাভকরাও ছেলে মেয়েদের বাল্যবিবাহ দেবেন না বলে প্রতিজ্ঞা করেন। প্রধান অতিথির বক্তব্য ড. বদিউল আলম মজুমদার বলেন, বাল্যবিবাহের কারণে আমাদের দেশে অপুষ্টি

জনিতকারণে অনেক শিশু মারা যাচ্ছে। তারা অপুষ্ট হয়ে বেড়ে ওঠার কারণে মানসিক ও শারিরক সক্ষমতায় বেড়ে উঠছে না। তিনি আরো বলেন, মানসিক ও শারিরিক ভাবে উপযুক্ত একটি ছেলে বা মেয়ে তথন বিবাহ করার সিদ্ধান্ত নিতে পারে। তবে অবশ্যই মেয়েদের ১৮ এবং ছেলেদের ২১ এর আগে নয়। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৪’শ ছাত্রীর অভিভাভকের প্রতিজ্ঞা সম্বলিত ছবি ছবিমেলায় স্থান পেয়েছে। অভিভাবকরা ১৮ বছরের নিচে তাদের মেয়ের বিবাহ দেবেন না এবং তাদের স্বপ্ন মোতাবেক মেয়েদের লেখাপড়া চালিয়ে নেবেন। এ ধরণের প্রতিজ্ঞামূলক ছবি নিয়ে ছবিমেলার প্রদর্শনি করা হয়। প্রতিজ্ঞা করা গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস জুই বলেন, ১৮ বছরের আগে তো নয়, বরং স্বাবলম্বী হয়ে তবেই বিবাহ করবো। তার মা সুফিয়া আক্তার শীলা বলেন, আমার মেয়ে চিকিৎসক হবে । তাকে সেভাবেই বড় করে তুলছি। তার আগে বিয়ে নয়। জোড়পুকুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী আইনাতুল মারজিয়া তন্নি বলেন, আমরা ২ বোন । আমাদের কোনো ভাই নাই। বাবা মা যাতে ছেলে নাই বলে কষ্ট না পায়। সে কারণে আমি প্রতিজ্ঞা করেছি স্বাবলম্বী হয়েই বাবা মার স্বপ্ন মোতাবেক একজন সমাজসেবক হয়ে তারপরই বিয়ের কথা ভাববো। ছবিমলা অনুষ্ঠানের আয়োজক দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া সমš^য়কারী হেলাল উদ্দিন জানান, গত ১ মাস ধরে আমরা গাংনী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে যেয়ে আমারা ছাত্রী ও তাদের অভিভাবকদের প্রতিজ্ঞা করা ছবি সংগ্রহ করেছি। একমাসে আমরা ৪’শ ছাত্রীর অভিভাবকদের প্রতিজ্ঞা সংগ্রহ করতে পেরেছি। আমাদের প্রক্রিয়া অব্যহত থাকবে। এভাবেই গাংনী উপজেলার একদিন বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে সারাদেশে স্থান করে নেবে।