তথ্য প্রযুক্তি

দেশের ১ম ওয়াইফাই জোনের পৌরসভা হচ্ছে মেহেরপুর পৌরসভা ।। আর মাত্র ১৪ দিন

By মেহেরপুর নিউজ

March 11, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ মার্চ: মেহেরপুর পৌরসভা, দেশের ১ম কোনো পৌরসভা হিসেবে ওয়াইফাই (ফ্রি ইন্টারনেট) সার্ভিসের আওতায় আসছে। মেহেরপুর শহরের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ওয়াইফাই সার্ভিসের। ২৬ মার্চ হবে মেহেরপুর পৌরবাসীর জন্য আরেক ঐতিহাসিক দিন। এ লক্ষ্যে দ্রুতিগতিতে চলছে ওয়াইফাই সার্ভিসের সকল প্রস্তুতি। আর এ শুভ দিনটির বাকি আছে মাত্র ১৪ দিন। মেহেরপুর পৌর তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা সানোয়ার হাসান দিপু জানান, মেহেরপুর পৌর মেয়রের উদ্যোগে ওয়াই ফাই সার্ভিসের জন্য সকল ডিভাইস থেকে শুরু করে প্রয়োজনীয় উপকরন ক্রয় সম্পন্ন হয়েছে। ঢাকা থেকে এ·পার্টরা এসে কয়েকদিনের মধ্যে পুরোপুরি সেটিং করে দিবেন বলে তিনি জানান। তিনি আশা প্রকাশ করেন, ২৬ মার্চ মেহেরপুর শহরে এক নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে। মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু জানান, মেহেরপুর শহর হবে আধুনিক প্রযুক্তির শহর। এ লক্ষ্যে ওয়াইফাই সার্ভিস অঅমরা চালু করতে যাচ্ছি। তিনি আরো বলেন, মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ককে সাইবার জোন হিসেবে গড়ে তোলা হবে। যেখান থেকে প্রযুক্তী প্রেমীরা বিনামূল্যে ইন্টারনেটের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহন করবে। এ লক্ষ্যে অত্যান্ত দ্রুতগতী সম্পন্ন একটি ভিভাইস সেখানে স্থাপন করা হবে বরে তিনি জানান। তিনি আরো বলেন, একই দিনে ২৬ মার্চ মেহেরপুর সামসুজ্জোহা পার্ক সংলগ্ন ওভারহেড পানির ট্যাংকের উপরে ১২ ফিট চওড়া ও ২০ ফিট লম্বা একটি জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

উল্লেখ্য, ২৮ ফেব্রয়ারি সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেহেরপুর নিউজের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাড. পল্লব ভট্রাচার্য’র প্রস্তাবের আলোকে মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু মেহেরপুর শহরে ২৬ মার্চ ওয়াইফাই সার্ভিসের উদ্বোধন করবেন বলে ঘোষনা দেন। সে মোতাবেক তারপর থেকে ওয়াইফাই সার্ভিস চালু করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়।