মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ নভেম্বর:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রকল্প পরিচালক কবির বীন আনোয়ার বলেছেন,দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদের বিদ্যুতের সমস্যার সমাধানে সোলার প্যানেল বসানো হবে।
আজ রোববার সকালে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক মিয়াজান আলী, জেলা প্রশাসক দেলোওয়ার হোসেন, বুড়িপোতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ মুকুলসহ সরকারী কর্মকর্তা ও স্থানীয়রা।
এ টু আই প্রকল্প পরিচালক কবির বীন আনোয়ার বলেন,ডিজিটাল বাংলাদেশ গড়তে দেশে এ টু আই প্রজেক্ট বাস্তবায়ন করার বড় চ্যালেঞ্জ হলো ব্যান্ড উইথ ও কানেকটিভিটি সমস্যা।
তিনি বলেন,দেশের ইন্টারনেট সেবার ব্যান্ড উইথ ও কানেকটিভিটি সমস্যা সমাধানে অচিরেই অপটিক্যাল ফাইবার বসানোর কাজ শুরু হবে।
প্রকল্প পরিচালক আরোও বলেন,সারাদেশ অপটিক্যাল ফাইবার বসানোর কাজ আগামি দু’মাসের মধ্যে শুরু করা হবে।