মেহেরপুর নিউজ ২৪ ডট কম , ১৩ ফেব্রুয়ারি: মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বলেছেন, দেশের উন্নতি সাধন করতে হলে কৃষিকে অগ্রাধিকার দিতে হবে। তা না হলে দেশের উন্নয়ন সম্ভব না।
ফরহাদ হোসেন দোদুল বৃহস্পতিবার বিকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গনে ৪ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তেব্যে এ কথা বলেন। মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ ইফতেখার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ বিশেষজ্ঞ ড. আকতারুজ্জামান। বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শশাংক কুমার মন্ডল, কন্ট্রাক্ট গ্রোয়াস’র উপপরিচালক হাফিজুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এনএ হালিম, মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোখখারুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আবদুর রকিব প্রমুখ। পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। ৪দিনের এ মেলায় মেহেরপুরের বিভিন্ন এলাকায় উৎপাদিত বিভিন্ন ধরনের কৃষিপন্য স্থান পেয়েছে।