বিশেষ প্রতিবেদন
মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২২ নভেম্বর: সীমান্তবর্তী জেলা মেহেরপুর। তিনটি উপজেলার অনেক গ্রামই সীমান্তঘেষা। আত্মীয়ের সাথে যোগাযোগ ,চিকিৎসা, ভ্রমন, শিক্ষা, বিনোদন সহ নানা কারনে ভারতে যাওয়ার জন্য একটু বেশী আগ্রহে থাকেন এ জেলার মানুষজন । কিন্তু বাধ সাধছে রাতারাতি সোনার হরিণ বনে যাওয়া ই-টোকেন। এ যেন এক দু:স্প্রাপ্য বস্তু । হাজার হাজার টাকা ও মূল্যবান সময় ব্যায় করেও পাওয়া যাচ্ছে না সে কাঙ্খিত ই- টোকেন। বিনামুল্যের ই-টোকেন এখন টাকা থাকলেও পাওয়া যায়না। মাঝে মাঝে ই-টোকেন দেড় অথবা দু’হাজার টাকাতে পাওয়া গেলেও কোনো ক্ষেত্রে ১০ হাজার টাকাতেও মিলছে না । আর এ কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছেন ভারকে চিকিৎসামুখী রোগীরা। এমনকি ধুকে ধুকে সময় পার করছেন তারা। অথচ একটি ই-টোকেনে ফর্ম পূরনসহ অনলাইন খরচ মিলে খরচ হওয়ার কথা সর্বোচ্চ ১৫/২০ টাকা। এদিকে ই-টোকেন না পেয়ে সীমান্তবর্তী মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চর্চা বেড়ে যাতে পারে বলে ধারনা করছেন এলাকার সুধীমহল। মেহেরপুর ম্যাক ওয়েব আইটির স্বত্বাধীকারী ইমন আহমেদ জানান, ঢাকা ও চট্রগ্রামের কিছু সংখ্যাক অনলাইন এক্সপার্টরা কৌশলে ই-টোকনে আবেদনের সময় সাইটটিকে ব্যস্ত করে রাখে বলে ধারনা করছেন তিনি। তিনি আরো বলেন, কাষ্টমারদের আকৃষ্ট করার জন্য আবার অনেক সাইবার ক্যাফে বিশেষ সফটওয়ার এর মাধ্যেমে ই-টোকেন দেয়ার প্রলোভন দিয়ে জনগনের কাছে থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও তিনি জানান। ইমন আহমেদ আরো জানান, যেখানে আগে আমরা প্রতিদিন সহজেই অল্প টাকাতেই ৫/৭টি ই-টোকেন দিতে পারতাম। আর এখন পুরো সপ্তাহ মিলে ১টি ই-টোকেন তোলাও অসম্ভব হয়ে উঠছে। কারন হিসেবে তিনি জানান, ওই সময় ই-টোকেন আবেদন করার সাইটটি ব্যাস্ত থাকে। টেলিকম ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, বছর দু’য়েক আগে আমরা ই-টোকেনে আবেদনের জন্য ফর্ম পূরন সহ সর্বোচ্চ ৫০ টাকা নিতাম। অথচ মাত্র কিছু দিনের ব্যবধানে তা বাড়তে বাড়তে এখন ২ হাজার টাকা নিতে হয়। কারন হিসেবে তিনি জানান, মেহেরপুরে থেকে এখন আর ই টোকেন তোলা সম্ভব হয় না। যে কারেনে জেলার বাইরের বিভিন্ন অঞ্চল থেকে ই-টোকেন করে নেওয়ায় ২ হাজার টাকা ছাড়া আমাদের পোষায় না। তিনি আরো বলেন, ছুটির দিন ব্যাতিত সপ্তাহের ৫ দিনে প্রতিদিন ঢাকা , রাজশাহী এবং খুলনা ভিসা অফিস থেকে ই-টোকেন দেয়া মাত্র ২ হাজার ৩’শ টি। এর বিপরীতে ইটোকেন নেয়ার জন্য আবেদন করেন কয়েক লক্ষ মানুষ। এছাড়া একই সাথে হাজার হাজার অনলাইন থেকে একই সাইটে আবেদন করায় সাইটটি ব্যাস্ত হয়ে পড়ে। সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের আনিসুজ্জামান জানান, মায়ের চিকিৎসার জন্য শহরের একটি অনলাইন আবেদন সেন্টারে ২টি ই-টোকেন করার জন্য দিয়েছি প্রায় সপ্তাহ তিনেক হলো। এখন পর্যন্ত কাক্সিখত সেই ই-টোকেন তিনি পাননি। ফলে তার মায়ের চিকিৎসা করানো বন্ধ রয়েছে বলে তিনি জানান। তবে বিশেষ সফটওয়ার, অনলাইন সিন্ডিকেট যার কথায় বলিনা কেন ? ই-টোকেন সহজ প্রাপ্তীর বিষয়টি খতিয়ে দেখে এই দুর্ভোগ থেকে রক্ষা করা একান্ত জরুরী বলে মনে করেন ভুক্তভোগীরা। এরপরও প্রশ্ন থেকেই যায় .. বিড়ালের গলায় ঘন্টাটি বাঁধবেন কে? নাকি দু:স্প্রাপ্যই থেকে যাবে ই-টোকেন।