অন্যান্য

দু’শ্রমিককে আটকের প্রতিবাদে সারাদেশে পরিবহন ধর্মঘট ।। দূর্বিসহ নাগরিক জীবন

By মেহেরপুর নিউজ

May 22, 2015

মেহেরপুর নিউজ,২২মে: দু’শ্রমিককে আটক করার প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের ডাকে সারা দেশে শুক্রবার সকাল থেকে অনিদৃষ্টকালের ধর্মঘট চলছে। শ্রমিক ফেডারেশনের এ অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে মেহেরপুর থেকেও সকল রুটে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ জনগন চরম ভোগান্তির মধ্যেদিয়ে একটি অতিবাহিত করলো। একেতো জৌষ্টের অসহনী থরতাপে অন্যদিকে পরিবহন ধর্মঘট সব মিলিয়ে নাগরিক জীবন এক দূর্বিসহ অবস্থার মধ্যে দিয়ে কেটে যাচ্ছে। যে কোনো কারণে কথায় কথায় ধর্মঘট । শ্রমিক নেতারা সাধারণ মানুষের কথা ভাববেন কি? এ আবেদন নাগরিক সমাজের।