মো:মিজানুর রহমান, ২৮ সেপ্টেম্বর:
মেহেরপুরে মহালয়ের মধ্য দিয়ে জেলার ৪৫টি পূজা মন্ডপে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
মেহেরপুর জেলা শহরের বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে ব্যস্ততার চিত্র লক্ষ্য করা গেছে। এসব মণ্ডপের বেশির ভাগেরই মাটির কাজ শেষে চলছে রংয়ের কাজ।
পঞ্জিকা মতে, শনিবার ২৮ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মর্তলোকে দেবীর আগমনী বার্তা বেজে ওঠবে। আগামী ৪ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়ে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে ৮ অক্টোবর শেষ হবে শারদীয় দুর্গাপূজা।
শহরের হরিসভা পূজামন্ডপে প্রতিমা তৈরীর কাজে নিয়োজিত কারিগররা জানান, এবারের প্রতিমায় কোন নতুনত্ব থাকছেনা। প্রতিবছরের ন্যায় একই ধরনের প্রতিমা তৈরীর কাজ চলছে। তবে রং ও সাজসজ্জায় থাকছে নতুনত্ব।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ বলেন, সনাতন ধমাম্বলীদের এই উৎসবে আমরা সকলের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধে আবধ্য হয়ে এক হয়ে উৎসব পালন করবো। এর জন্য আমরা সকলে সহযোগিতা কামনা করছি।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বলেন, শারদী উৎসব আমরা সামাজিক ভাবে মিলে মিশে এক সাথে পালন করবো। এই উৎসব যাতে নির্বিগ্নে শেষ হয় আমরা প্রশাসন থেকে তার সব ব্যবস্থা করবো।