মেহেরপুর নিউজ:
দুদক সমন্বিত কুষ্টিয়া অঞ্চলের উদ্যোগে মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। দুদক সমন্বিত কুষ্টিয়া অঞ্চলের উপ-সহকারী পরিচালক আবু তালহা উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দেন।
এ সময় মেহেরপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, মেহেরপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সদস্য নুরুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।