তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
দীর্ঘ ৪৬ দিন পর আজ রোববার থেকে সীমিত আকারে খোলা থাকবে গাংনী বাজারের দোকানপাট। গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন জানান, চলতি মাসের ৫ তারিখে গাংনী বাজারের দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত থাকলেও সরকারি সিদ্ধান্তের কিছুটা পরিবর্তন হওয়ায় আগামীকাল ১০ তারিখ থেকে সীমিত আকারে খোলা থাকবে দোকানপাট। শারীরিক দূরত্ব বজায় রেখে এবং সরকারি নিয়ম-নীতি মেনে দোকানপাট খোলা রাখার জন্য বাজারের সকল ব্যবসায়ীদের অবহিত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান জানান, রোববার সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত সীমিত আকারে গাংনী বাজারের দোকানপাট খোলা থাকবে। ক্রেতা এবং বিক্রেতা অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে বেচাকেনা করবেন। মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করবেন। ক্রেতা-বিক্রেতা অবশ্যই সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে বেচাকেনা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে বাজার মনিটরিং কমিটি তা তদারকি করবেন