মেহেরপুর নিউজ:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন সহ জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতায় দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মেহেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে মেহেরপুর শহীদ শামসুদ্দোজা নগর উদ্যানে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম সোবানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক খাইরুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, সদস্য আদনান সুমন।
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বারিকুল ইসলাম লিজনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সানোয়ার হোসেন,গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তৌহিদুল ইসলাম।
এর আগে শহীদ শামসুদ নগর উদ্যানে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় সেখানে শান্তির প্রতীক কবুতর ওড়ানো হয়। এবং বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম আহ্বান করা হয়। এ সময় সভাপতি পদে ৫জন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থীর নাম জমা দেওয়ার পর একজন করে প্রার্থী হওয়ার জন্য ৫ মিনিট করে সময় দেওয়া হয়। এ সময় সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা একমত না হওয়াই সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম পরে ঘোষণা করা হবে বলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষ করা হয়।
সম্মেলনে অন্যদের মধ্যে মেহেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলর, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, আব্দুল মান্নান, মেহেরপুর পৌরসভার মেয়র মহাসফুজুর রহমান রিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ চুন্ন, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহ জামান, সেলিম রেজা, মতিউর রহমান মতিন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে দীর্ঘ ২১ বছর পর মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় দুপুর ৩টার সময় থেকে মেহেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে এসে সমবেত হয়। একপর্যায়ে শহীদ শামসুজ্জো নগর উদ্যান জন জনসমুদ্রে পরিণত হয়। সম্মেলন চলাকালে পুরো সময় জুড়ে সম্মেলন স্থলে স্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখে।