বর্তমান পরিপ্রেক্ষিত

দারিয়াপুরে হেফজ সমাপনী খতমে কুরআন অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

December 26, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর মদিনাতুল উলুম কওমী হাফিজিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে দারিয়াপুর মদিনাতুল উলুম কওমী হাফিজিয়া মডেল মাদ্রাসার ২০২৪ শিক্ষাবর্ষে ৯ জন ছাত্রের হেফজ সমাপনী খতমে কুরআন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে দারিয়াপুর মদিনাতুল উলুম কওমী হাফিজিয়া মডেল মাদ্রাসা মিলনায়তনে কুরআন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুফতি তরিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হাফিজুর রহমান মেহেরপুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুজ্জামান নয়ন।

বক্তব্য রাখেন সামারুল ইসলাম, আনোয়ার হোসেন।এর আগে দারিয়াপুর মদিনাতুল উলুম কওমী হাফিজিয়া মডেল মাদ্রাসার ২০২৪ শিক্ষাবর্ষে লোক হোসেন, মোঃ আবু হুরায়রা, মোঃ আব্দুল্লাহ, মোঃ আব্দুল মুকিদ, সোহেল রানা, মোঃ আবু রায়হান, মোহাম্মদ নাফিজুর রহমান, মোঃ মিরাজুল ইসলাম ও মোঃ আবু বকর সিদ্দিক পবিত্র কোরআন তেলাওয়াত করেন।