বর্তমান পরিপ্রেক্ষিত

দারিয়াপুরে জামায়েত ইসলামীর উদ্দ্যোগে ঈদ উপহার বিতরণ

By Meherpur News

March 29, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন জামায়েত ইসলামীর উদ্দ্যোগে সমাজের অধিকার বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ’ করা হয়েছে।

শনিবার ঈদ উপহার বিততন করা হয়। দারিয়াপুর ইউনিয়ন জামায়েত ইসলামির আমীর মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নায়েবে আমীর হাফেজ মাও. ফিরাতুল ইসলাম নাঈম।

ইউনিয়ন সেক্রেটারী মোঃ সোহেল রানা মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা সহকারী সেক্রেটারী মোঃ মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন সমাজ কল্যাণ সেক্রেটারী মোঃ জিয়ারুল ইসলাম,দাওয়াহ সেক্রেটারী মাও. রাফিউল ইসলাম,পেশাজীবি সেক্রেটারী মোঃ ইলিয়াস হোসেন,যুব সেক্রেটারী মোঃ সোহেল রানা,শ্রমিক কল্যাণ সভাপতি মোঃ আফিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।