দামুড়হুদা, রোকনুজ্জামান রোকন :
বাংলাদেশ মেডিকেল সাইন্স হোম নামক বেসরকারি কনসাল্টিং ফার্ম এর সহযোগিতায় লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন এন্ড প্রমোশন কর্মসূচির আওতায় স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও পরিবেশের প্রভাব বিষয়ক ১দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোকারেমা মনজুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাক্তার মকবুল হাসান।
অনুষ্ঠানে স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও পরিবেশের প্রভাব বিষয়ক প্রেজেন্টেশন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোকারেমা মনজুরা।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু হেনা মোহাম্মদ জামাল বলেন, স্বাস্থ্যসম্মত জীবনযাপন বলতে শুধু সুস্থ জীবনই নয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিবেশের উপর নির্ভরশীল সব মিলিয়ে স্বাস্থ্যসম্মত জীবনযাপন বোঝানো হয়েছে।
কর্মশালায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাগন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন এনজিও প্রতিনিধিগন সাংবাদিকগন এবং চিকিৎসকগন উপস্থিত ছিলেন।