মোহাম্মদ ওসমান গনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিবনগর:
গত ২২ এপ্রিল মুজিবনগর উপজেলায় একজন করোনা রোগী মৃত্যুবরণ ও তার দাফন বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করি। সেখানে দাফন সংক্রান্ত উপজেলা কমিটির অপারগতা প্রকাশ ও পরবর্তী ঘটনা ফেসবুকে উল্লেখ করা হয়। এই কমিটি ছিল কিছু আলেমের সমন্বয়ে গঠিত।
উক্ত ফেসবুক পোস্টের কমেন্টে অনেকে পুরো আলেম সম্প্রদায়ের বিষদগার করেছেন। যা আমার নিজেরও খারাপ লেগেছে। ফলে আমার ফেসবুক পোস্টে যত জায়গা আলেম শব্দটি ব্যবহৃত হয়েছিল, তা পরে এডিট করে বাদ দিয়েছি। যেহেতু আমার ফেসবুক পোস্টে এমন কমেন্ট এসেছে, সেহেতু আমারও এখানে দায়বদ্ধতা চলে আসে। এ কারণে শুরুতেই আমি দুঃখ প্রকাশ করছি এবং যেসব প্রকৃত আলেম এসব কমেন্ট দেখে কষ্ট পেয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। প্রথমেই আমার অবস্থান পরিষ্কার করতে চাই। আমি ব্যক্তিগতভাবে আলেমদের পছন্দ করি।
যে পাঁচজন ব্যক্তি লাশ দাফনে অপারগতা প্রকাশ করেছেন, হয়ত তাঁরা সেটা ঠিক করেননি। তবে আমি তাদের দোষও পুরোপুরি দিচ্ছিনা। কারণ করোনা এমন এক রোগ যার কারণে পুরো বিশ্ব আজ আতঙ্কগ্রস্থ। এ রোগ সম্পর্কে জানার চেয়ে অজানা বেশি। আলেমরাও যেহেতু মানুষ তারাও এর বাইরে নয়। তাদেরও সন্তান, পরিবার আছে। মুজিবনগর উপজেলায় এ রোগে প্রথম ব্যক্তির হঠাৎ মৃত্যুতে তাই হয়ত তারা পুরোপুরি প্রস্তুত ছিলেননা বলে আমার মনে হয়। তাছাড়া প্রথমে যখন কমিটি গঠিত হয় তারা তা জানতেন না বলে জানান। কিন্তু আমি প্রথম যেদিন কমিটিকে নিয়ে সভায় মিলিত হই, সে দিন অপারগতা প্রকাশ করলে আজ এই পরিস্থিতি তৈরি হতনা।
তাছাড়া অনেক আলেম আছেন যারা স্বেচ্ছায় করোনা রোগে মৃত্যু ব্যক্তির দাফন করতে প্রস্তুত রয়েছেন। তাই কমিটি তৈরির সময় একটু বাছাই করে, কি উদ্দেশ্যে করা হচ্ছে তা তাদের ভালভাবে বুঝিয়ে করা হলে এমন সমস্যা তৈরি হতনা। শুধু এই লাশ দাফনের মানদন্ডে আলেমদের বিচার করাও উচিত নয়। যারা অপারগতা প্রকাশ করেছেন তাদের মধ্যেও হয়ত ভাল আলেম রয়েছেন।
এছাড়া এ কারণে যারা পুরো আলেম সমাজকে দোষারোপ করছেন, এটিও ঠিক হচ্ছেনা বলে আমার মনে হয়।
আমাদের সমাজে শতশত আলেম আছেন যারা স্বেচ্ছায় করোনা রোগে মৃত্যু ব্যক্তির দাফনে প্রস্তুত। আমাদের মুজিবনগর উপজেলায় বহু আলেম এ কাজে প্রস্তুত বলে আমি জানি। যাদের যে কোন সময় ডাকলেই পাওয়া যাবে। যার প্রমাণ সেদিন পেয়েছি। যখন দাফন কমিটি লাশ দাফনে অস্বীকৃতি জানায় তখন একেবারে শেষ মুহূূতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও কওমী ওলামা সমন্বয়ে গঠিত টিমকে ফোন করলে ১৫-২০ মিনেটের মধ্যেই উপস্থিত হন। যদিও ততক্ষণ লাশ দাফন সম্পন্ন হয়ে গিয়েছিল। এসব কাজে আলেমগণই আমাদের একমাত্র ভরসার জায়গা। তাছাড়া যিনি জানাযা পড়ালেন তিনিওতো একজন আলেমই ছিলেন। তাই দয়া করে আমরা কেউ ঢালাওভাবে আলেমদের দোষারোপ না করি।
এছাড়া কেউ কেউ ইসলামিক ফাউন্ডেশনের বিষদগার করছেন। মনে রাখা দরকার বাংলাদেশে ইসলামী আদর্শ প্রচার, ইসলামী গবেষণা, বিভিন্ন মানসম্মত ইসলামী প্রকাশনা, মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম, ইসলামী গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠাসহ বহু ধরণের কাজ পরিচালিত হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন দ্বারা। যা সমাজ তথা রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন স্থানে ফাউন্ডেশনে কর্মরত অনেক কর্মকর্তাকে আমি চিনি যারা অত্যন্ত দক্ষ ও কর্মঠ। যারা অক্লান্ত পরিশ্রম করছেন এসব কাজে। মুজিবনগরে করোনা রোগে মৃত ব্যক্তির দাফন সংক্রান্ত কমিটি গঠনে হয়ত কোনো ব্যক্তি বিশেষের গাফিলতি থাকতে পারে। যার দায়ভার অবশ্যই পুরো ইসলামিক ফাউন্ডেশনের উপর বর্তায় না। তাছাড়া সারা দেশে এই করোনা সংকট মুহূর্তে ইসলামিক ফাউন্ডেশন লাশ দাফনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যা আমরা বিভিন্ন পত্র-পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি।
তাই আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি কোনো ব্যক্তি বিশেষের ভুলের দায় পুরো গোষ্ঠীকে দিবেন না। কারণ মানুষ হিসেবে সকলেরই কিছুনা কিছু ভুল থাকে। তিনি যে কোনো দল, গোষ্ঠী বা সম্প্রদায়েরই হোক না কেন। আমাদের প্রতিটি ভুলই যেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নতুনভাবে অনুপ্রেরণা যোগায়।