মেহেরপুর নিউজ, ২৭ আগষ্ট: একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় সেই দেশের আয়তনের ২৫ শতাংশ বনায়ন প্রয়োজন। পরিসংখ্যানে জানা গেছে, তার বিপরীতে দেশের বনাঞ্চলের পরিমান মাত্র ৯ থেকে ১০ শতাংশ। এমতাবস্থায় গাছের চারা রোপনের মাধ্যমে বনায়ন গড়ার এবং সেটিকে বাঁচিয়ে রাখার কোনো বিকল্প নাই। গাছই একমাত্র জীব যে নিজে বিষ গ্রহণ করে (কার্বন ডাই অক্সাইড) আর অন্যকে বাঁচানোর জন্য প্রকৃতিতে অক্সিজেন ফেরত দেয়। যে অক্সিজেন গ্রহণ করে মানুষসহ বিশ্বের প্রাণী আজ শ্বা:স নিয়ে বেঁচে আছে। কিন্তু দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রতিনিয়ত উজাড় হচ্ছে বন। সেখানে গড়ে উঠছে দালান, শিল্পকারখানা। জীব জানোয়ারের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন আজ সংকটের দ্বারপ্রান্তে। ফলে পৃথিবী হয়ে যাচ্ছে উঞ্চ মরুভুমির মত। প্রতিনিয়ত বেড়ে চলেছে তাপমাত্রা। সেই বাস্তবতায় ‘দাও ফিরেয়ে সে অরণ্য- প্রকৃতির মাঝে বাঁচতে চাই’ এই শ্লোগানকে বুকে ধারণ করে কালের কন্ঠ শুভ সংঘের মেহেরপুরের বন্ধুরা স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করলো বিভিন্ন প্রজাতির বনজ ও ঔষধী গাছের চারা। মেহেরপুর জেলা শহর থেকে ৭ কিলোমিটার পূর্বে সদর উপজেলার আমঝুপি । সেখানকার একটি বালিকা বিদ্যালয়কে বেছে নেয়া হয় গাছ বিতরণের উদ্দেশ্যে। শনিবার সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় দুহাজার গাছের চারা।
স্থানীয় আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গাছই পারে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচাতে। তাই তোমরা এই গাছ গুলো তোমাদের বাড়ির আঙিনায় নিজ হাতে রোপন করবে এবং এটিকে নিয়মিত পরিচর্যা করবে। এগুলো একদিন বড় হয়ে আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করবে। তিনি আরো বলেন এ ধরণের সামাজিক উদ্যোগ গ্রহণ করায় শুভ সংঘের সদস্যদের ধন্যাবাদ জানান তিনি পাশাপাশি শুভ সংঘের সকল ভালো কাজে সহযোগীতা করার আশ্বাস দেন। শুভ সংঘের মেহেরপুরে সভাপতি ও মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীমের সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমঝুপি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সহকারী শিক্ষক ফারাহ হোসেন লিটন, আবুল হাসান, রাফিউল হাসান, হাবিবুর রহমান, শুভ সংঘের উপদেষ্টা ও কালের কন্ঠ’র মেহেরপুর প্রতিনিধি ইয়াদুল মোমিন, সহসভাপতি কৃষিবিদ আব্দুর রকিব, আবদুল্লাহ আল মাসুদ, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজাহিদ মুন্না, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক এস এম মান্নাফ, ক্রীড়া সম্পাদক আবু আহামেদ শুভ, সদস্য শহিদুল ইসলাম প্রমুখ। শুভ সংঘের সভাপতি অধ্যক্ষ একরামুল আযীম বলেন, শুভ সংঘ সব সময় ভালো কাজ করে যাবে। সামাজিক দায়বদ্ধতার স্থান থেকে শুভ সংঘের মাধ্যমে নানা ধরণের উদ্যোগ গ্রহণ করা হবে। গাছের চারা বিতরণ উপলক্ষে তিনি বলেন, গাছ প্রকৃতির পরম বন্ধু। সেই বন্ধুকে বাঁচাতে হবে। গাছের চারা রোপনের পাশাপাশি যাতে অকারণে গাছপালাও না কাটা হয় সেদিকেও লক্ষ্য রেখে তাদের বিরুদ্ধে গণনসচেতনতা গড়ে তুলবে শুভ সংঘ।