মেহেরপুর নিউজ,২২ ফেব্রুয়ারি: জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম রসুল বলেন, একজন মানুষ একটি দলকে ভালোবাসতেই পারে। কিন্তু আমরা মালিক শ্রমিক সকলেই এক। প্রশাসনকে ধন্যাবাদ জানিয়ে তিনি বলেন, তারা আমাদের সম্মান রেখেছেন। আমাদের দাবি তারা শুনে সোনাকে মুক্তি দিয়েছেন। আজ রোববার দুপরে মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনাকে সদর থানা থেকে মুক্ত করে নিয়ে বাসস্ট্যান্ড চত্বরে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন । গোলাম রসুল বলেন, মেহেরপুর শান্ত এলাকা। এখানে কোনো সহিংস ঘটনা ঘটেনি,কোনো দোকানপাট ভাংচুর হয়নি, কোনো পেট্রোল বোমা মারা হয়নি। মেহেরপুরে সকলেই আমরা মিলেমিশে থাকতে চাই। আহসান হাবিব সোনা জানান,দল যার যার শ্রমিক আমরা সবার। যতদিন আমাদের সংগঠন থাকবে ততদিন আমরা এক থাকবো। সকলের সুখে দুখে পাশে থাকবো। তিনি শ্রমিকদের উদ্যোশে বলেন, আপনারা স্বাভাবিক কাজ কর্ম শুরু করে দিন। সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল বাকি, সাবেক ছাত্রলীগ সভাপতি সাফুয়ান আহমেদ রুপক, শ্রমিক নেতা এনামুল হক সহ শ্রমিকনেতারা।