জামান আখতার, ২০ জুন:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপি চেকপোস্ট থেকে ১০৫ ভরি ওজনের সোনার শিকলসহ দুজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের তাদের আটক করা হয়। আটক করা সোনার মূল্য ৪৬ লাখ ২০ হাজার টাকা।
আটককৃতরা হলেন, বরিশাল জেলার বানিরীপাড়া উপজেলার দড়িকর গ্রামের মৃত নূরুল হকের ছেলে সৈয়দ রুমান (৩০) এবং মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার জিদপুর গ্রামের শরাফত শরীফের ছেলে মো. মেসরিন (৪২)।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. ইমাম হাসান জানান, বৃহস্পতিবার সকালে ¯^র্ণ পাচারের উদ্দেশ্যে বাংলাদেশী পাসপোর্টধারী দুই ব্যক্তি ভারতে যাচ্ছিলো।
স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে তাদের ব্যাগ এবং দেহ তল্লাশী করা হয়। এসময় তাদের কাছ থেকে সোনা দিয়ে তৈরি ৪টি শিকল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে। একই সাথে আটককৃতদের মামলাসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়।