মেহেরপুর নিউজঃ
মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুরে সড়ক দুর্ঘটনায় সেরেগুল নামের জন এক গাড়িচালক মারাত্মক আহত হয়েছে। তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় ব্যক্তিগত গাড়িটির ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
রবিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত সেরেগুল মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।জানা গেছে সেরেগুল একটি ব্যক্তিগত কার চালিয়ে দ্রুত গতিতে চুয়াডাঙ্গা থেকে বাড়াদী আসার পথে মেহেরপুর চুয়াডাঙ্গার মাঝামাঝি সদর উপজেলার পুরাতন দরবেশপুর নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে সজরে ধাক্কা মারে। এতে গাড়িটির একেবারে দুমড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা সেরেগুলকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।