বিশেষ প্রতিবেদন

দঃকোরিয়ায় সোনার হরিণ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মেহেরপুরের জামাল

By মেহেরপুর নিউজ

April 29, 2012

মো: আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ এপ্রিল: জীবন চাকার গতি বাড়াতে গাড়ীর চাকায় পিষ্ট হয়ে স্থির হয়ে গেলো জামালের সংসার চাকা। মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া সুবিদপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে  জামাল হোসেন (৩৫)। গত ২৪শে এপ্রিল দক্ষিন কোরিয়ায় এক সড়ক দুর্ঘটনায় জীবনের স্বপ্নগুলো রাজপথে পিষ্ট হয়ে গেলো।  দক্ষিন কোরিয়ার অফিস থেকে বের হয়ে মটরসাইকেল যোগে বাজারে যাওয়ার পথে ওসতাম্বু শহরের খারিদি নামক স্থানে মটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে পাহারের সাথে সজোরে  ধাক্কা মারলে ঘটনা স্থলে তার মূত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৬ সালে সোণার হরিণ ধরতে পাড়ি জমান দক্ষিন কোরিয়ায়। এর মাঝে তিনি দুইবার ছুটিতে দেশে আসেন। গত বছর ডিসেম্বরে তিনি বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে  আবারো দক্ষিন কোরিয়ায় চলে যান । নিহত জামালের এক মাত্র শিশু সন্তান রাহীর বয়স মাত্র ১৮ মাস। পিতাকে চিনার আগেয় হারিয়ে ফেললেন রাহী। জামালের মা জাহানারা বেগম ছেলের জন্য বিলাপ করতে করতে জ্ঞান হারিয়ে ফেলছেন বারবার । স্ত্রী শিরিনা খাতুন এক মাত্র ছেলে রাহী কে নিয়ে অথৈই সাগরে ভাসছেন । নিহত জামালের বড় ভাই বলেন, যার চলে যায় সেই বোঝে বিচ্ছেদের কি যন্ত্রনা। অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি জবাব দেব তার ভাষা আমাদের পরিবারের জানা নেই। তিনি আরো জানান নিহত জামালের লাশ ২৮ তারিখ রাত্রীতে দক্ষিন কোরিয়ায় থেকে থাই এ্যায়ার লাইন্সে করে ঢাকায় রোববার দুপুর  সাড়ে ১২টার সময় পৌছালে ঢাকা থেকে মাইক্রো যোগে মেহেরপুরে নিজ গ্রামে  রোববার রাত্রী ১১টার সময় লাশ পৌছায়। সোমবার সকাল ১০টার সময় মেহেরপুরের ঝাউবাড়িয়া সুবিদপুর গ্রামে জানাজার নামাজ শেষে গ্রামের কবরস্থানে তাকে সমাধিত করা হবে।