মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ সেপ্টেম্বর:
থাকে না, মাঝে মাঝে আসার মত অবস্থা এখন বাংলালিংকের নেটওয়ার্ক’র। এখন প্রায় মাঝে মাঝেই ঘন্টার পর ঘন্টা বাংলালিংক’র নেট ওয়ার্ক না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে মেহেরপুরের বাংলালিংক গ্রাহকরা। অফটিক্যাল ফাইবার কেটে দেয়ার কথা বললেও মূলত কি কারনে বাংলালিংক’র নেটওয়ার্ক মাঝে মাঝে বন্ধ থাকে তার সদুত্তর নাই জেলা বাংলালিংক ডিলারের কাছে। এ রিপোর্ট লেখার সময়ও মেহেরপুরে বাংলালিংক নেটওয়ার্ক পাওয়া যায়নি ।
মেহেরপুরের বাংলালিংক ডিলার কার্জন আহমেদ অপটিক্যাল ফাইবার কেটে দেয়ায় এ অনাকাঙ্খীত ঘটনা উল্লেখ করে বলেন, বাংলালিংক’র নেটওর্যাক না থাকলে আমরাও প্রধান কার্যালয়ের কারো সাথে যোগা করতে পারিনা । কারন হিসেবে তিনি জানান সবগুলো নং বাংলালিংক হওয়ায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়না। তখন প্রধান কার্যালয়ে ইমেইলের মাধ্যমে জানতে পারি কোনো না কোনো স্থানে দূবৃত্তরা অফটিক্যাল ফাইবার কেটে দেয়ায় এ নেটওয়ার্ক’র সমস্যা হচ্ছে।